
শাকিলা শারমিন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার বিকেলে রাজধানীর তুরাগ থানা এলাকায় এই সম্প্রীতিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া ব্যাপারীর উদ্যোগে রানাভোলাস্থ ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, “হিন্দু-মুসলমানসহ সকল ধর্মের মানুষ মিলেই আমাদের এই দেশ। আমাদের পারস্পরিক সম্পর্ক যেন আরও সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই আজকের এই আয়োজন।”
তিনি আরও বলেন, “ইসলাম ধর্মও অন্য সকল ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমাজে বসবাসের শিক্ষা দেয়। আমরা সমঅধিকার ও সম্প্রীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।” এসময় তিনি এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক চাঁন মিয়া ব্যাপারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আয়োজক চাঁন মিয়া ব্যাপারীর সভাপতিত্বে এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, আলহাজ্ব আবু তাহের খান আবুল, বিপ্লব হোসেন, আলি আহমেদ, রফিক মোল্লা, সাঈদ হাসান সাগর, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে উপহার সামগ্রী গ্রহণ করেন। তারা বিএনপির এই সম্প্রীতির উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজক চাঁন মিয়া ব্যাপারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



