
একটি চক্রের বিরুদ্ধে হয়রানির গুরুতর অভিযোগ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সম্প্রতি শেষ হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। চক্রটি একটি সাজানো অভিযোগপত্র ব্যবহার করে বিএনপি নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষকে হয়রানি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় জেলার সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
যেভাবে চলছে প্রতারণা
অভিযোগ অনুযায়ী, এই চক্রটি প্রথমে কম্পিউটার টাইপ করা একটি সাজানো অভিযোগপত্র তৈরি করে। এরপর সেই অভিযোগপত্রে টার্গেট করা ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে তাদের মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। ‘মামলা থেকে নাম বাদ দেওয়া হবে’—এই আশ্বাস দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়।
এই প্রতারণার মূল হোতা হিসেবে হবিগঞ্জ পৌরসভার গোসাইপুর (নিউ মুসলিম কোয়ার্টার) এলাকার মাহিনুর রহমান তুহিন নামে এক যুবককে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। তুহিনের এক চাচাতো ভাইয়ের সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি তুহিনকে কিছু টাকা দিয়ে এবং বিদেশে পাঠিয়ে দেওয়ার লোভ দেখিয়ে এই সাজানো মামলার বাদী হতে প্রলুব্ধ করেছে।
কে এই তুহিন?
তুহিনের রাজনৈতিক পরিচয় নিয়েও রয়েছে ধোঁয়াশা। তিনি নিজেকে কখনো বিএনপি, কখনো ছাত্রদল আবার কখনো এনসিপি নেতা বলে পরিচয় দেন। তবে গোসাইপুর এলাকার বাসিন্দা বাবুল মিয়া, ফুল মিয়া ও সেবুল মিয়াসহ অনেকেই জানান, তুহিন সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং অতীতে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর মতে, তার মূল পেশা মাদক সরবরাহ করা। যদিও তার বাবা শাহীন মিয়া একজন সাধারণ দিনমজুর হিসেবে পরিচিত।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবউদ্দিন শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “তুহিন বাদী হয়ে কোনো অভিযোগ দায়ের করেছেন, এমন কোনো কাগজ আমি এখনো পাইনি।” তবে তিনি আরও বলেন, “অনেকের কাছ থেকে শুনেছি, তুহিন নামে একজন বাদী সেজে বিভিন্ন মানুষকে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে টাকা দাবি করছে। যেহেতু সাংবাদিক, বিএনপি নেতাকর্মী ও নিরীহ মানুষকে হয়রানি করার চেষ্টা চলছে, বিষয়টি জনসমক্ষে আনা উচিত।”
এই ঘটনায় ভুক্তভোগীসহ জেলার সচেতন মহল হয়রানি বন্ধে এবং প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।



