বাংলাদেশরাজনীতি

হৃদয়ে শহীদ জিয়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শনিবার বিকেলে ‘হৃদয়ে শহীদ জিয়া’ শীর্ষক একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাপ (জাতীয়তাবাদী সাহিত্যের পরিষদ)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইসমাইল হোসেন টুকু। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে দেশের কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গও অনুষ্ঠানে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার অন্যতম ঘোষক এবং সাধারণ মানুষের নেতা। তার দূরদর্শী নেতৃত্ব এবং আদর্শ দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন।

আলোচকরা আরও বলেন, ‘হৃদয়ে শহীদ জিয়া’ কাব্যগ্রন্থটিতে জিয়াউর রহমানের দেশপ্রেম, আদর্শ এবং সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। এই ধরনের সাহিত্যকর্ম তরুণদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কবি, সাহিত্যিক, রাজনৈতিক নেতা এবং বিপুল সংখ্যক কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button