Uncategorizedঅপরাধএক্সক্লুসিভবাংলাদেশসংগৃহীত সংবাদ

কলেজছাত্রীসহ তিনজন অপহরণ: অভিযুক্তকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলছে পরিবার

অপরাধ বিচিত্রা ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় কলেজছাত্রীসহ তিনজনকে অপহরণের অভিযোগে মাহবুবুর রহমান মিথেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তারের পর ঘটনা নতুন মোড় নিয়েছে। মিথেলকে ‘সম্পূর্ণ নির্দোষ’ এবং ‘পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার’ বলে দাবি করেছে তার পরিবার ও এলাকাবাসী, যা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর উপজেলার টুনিপাড়া ও রহিমানপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে তিনজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ভুক্তভোগীর পরিবার থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার ভিত্তিতে পুলিশ ১ অক্টোবর রাতে বড়পুকুরিয়া গ্রাম থেকে মিথেলকে গ্রেপ্তার করে।

তবে গ্রেপ্তারের পর থেকেই মিথেলের পরিবার জোরালোভাবে দাবি করছে যে, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাদের ভাষ্যমতে, ঘটনার সময় মিথেল বাড়িতেই অবস্থান করছিলেন। মিথেলের বড় ভাই বলেন, “আমার ভাই একজন শিক্ষিত ও শান্ত প্রকৃতির ছেলে। তার বিরুদ্ধে অতীতে কোনোদিন কোনো অভিযোগ ওঠেনি। ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো স্বার্থে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে আমরা মনে করি।”

মিথেলের পরিবারের এই দাবির সঙ্গে সুর মিলিয়েছেন স্থানীয় অনেক বাসিন্দা। তাদের মতে, মিথেল এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং এমন অপরাধমূলক কর্মকাণ্ডে তার যুক্ত থাকার বিষয়টি তারা বিশ্বাস করতে পারছেন না।

এ পরিস্থিতিতে মিথেলের পরিবার ও এলাকাবাসী হয়রানি বন্ধ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, “দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলছে। ভিকটিমদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।”

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে ভুক্তভোগী পরিবারের প্রতি সহানুভূতি, অন্যদিকে গ্রেপ্তার হওয়া মিথেলের পক্ষে এলাকাবাসীর শক্ত অবস্থান—সব মিলিয়ে প্রকৃত সত্য জানতে এখন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে আছে সবাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button