অপরাধগাজীপুরদেশবাংলাদেশসম্পাদকীয়

কালিয়াকৈরে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে কথিত সঙ্গীদের নিয়ে উধাও পীর জাহাঙ্গীর আলম

এম এ মান্নান: গাজীপুরের কালিয়াকৈরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে কথিত পীর জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার স্থানীয় সূত্রে জানা যায় , কথিত পীর জাহাঙ্গীর আলম কয়েক মাস আগে রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে রশিদপুর গ্রামে প্রায় ২০ শতাংশ জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেন তিনি। বাড়িটি চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা।

এ দিকে সম্প্রতি কথিত পীরের নারীদের সঙ্গে অন্তরঙ্গ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এর আগেও তার বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন এলাকাবাসী, কিন্তু তিনি তা উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছিলেন তার কাজ।

স্থানীয়রা জানান, কথিত পীরের অপকর্ম বন্ধ না হলে তারা নিজেদের উদ্যোগে ব্যবস্থা নেবেন বলে সতর্ক করে ছিলেন কে শুনে কার কথা ।

ফেসবুকে ভাইরাল ঘটনার সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহে মঙ্গলবার সকালে কালিয়াকৈর গণমাধ্যমের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে, তারা বিষয়টি টের পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যান কথিত পীর জাহাঙ্গীর আলম ও তার সাঙ্গ পাঙ্গরা।

স্থানীয় বাসিন্দা সেলিম হোসেন ও জসিম উদ্দিন জানান, কয়েক মাস ধরে ওই কথিত পীর এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে সেখানে আস্তানা গড়ে তোলেন। ওই বাড়িতে গান-বাজনা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলতো বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তার বাড়িতে নারী ভক্তদের নিয়মিত আসা-যাওয়া ছিল, যা গ্রামবাসীর কাছে অশালীন ও অগ্রহণযোগ্য মনে হয়েছে। ফলে এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহামেদ অপরাধ বিচিত্রা কে বলেন, কথিত পীরের একটি ঘটনা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button