দেশবাংলাদেশময়মনসিংহরাজনীতিসম্পাদকীয়

ত্যাগী নেতা ঝিকু আকন্দের পদোন্নতি চায় ময়মনসিংহের তৃণমূল যুবদল

দুঃসময়ে রাজপথে সক্রিয়তা ও মানবিকতাই তাকে এগিয়ে রেখেছে, বলছেন কর্মীরা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে দুঃসময়ের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূল কর্মীদের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন ময়মনসিংহ মহানগর যুবদলের নেতা ঝিকু আকন্দ। দলের সংকটকালে রাজপথে সক্রিয় ভূমিকা এবং ক্লিন ইমেজের কারণে তাকে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়ার জোরালো দাবি উঠেছে তৃণমূল নেতাকর্মীদের মধ্য থেকে।

ময়মনসিংহ মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ঝিকু আকন্দকে সাবেক কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারের একজন ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবেও চেনেন কর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

তৃণমূলের কর্মীরা জানান, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই নেতা ক্ষমতার রাজনীতি বা সুবিধাবাদের দিকে ঝোঁকেননি। দলের সবচেয়ে কঠিন সময়েও তিনি প্রতিপক্ষের সঙ্গে কোনো ধরনের আপস না করে কর্মীদের আগলে রেখেছেন। ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের একাধিক কর্মী বলেন, “ঝিকু আকন্দ আমাদের এমন একজন নেতা, যিনি স্লোগানের চেয়ে রাজপথে থেকে ভূমিকা রাখতে বিশ্বাসী। তার দরজা সব সময় কর্মীদের জন্য খোলা থাকে।”

ঝিকু আকন্দের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তার মানবিক উদ্যোগগুলোও তাকে কর্মীদের মাঝে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে, করোনা মহামারির সময় যখন দেশব্যাপী লকডাউন চলছিল, তখন তিনি ব্যক্তিগত উদ্যোগে জীবনের ঝুঁকি নিয়ে ময়মনসিংহের প্রায় তিন শতাধিক দরিদ্র ও কর্মহীন পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। দলের অনেক বিত্তবান নেতা যখন নিষ্ক্রিয় ছিলেন, তখন তার এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এই প্রেক্ষাপটে দলের হাইকমান্ডের প্রতি তৃণমূলের নেতাকর্মীরা উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাদের মতে, ঝিকু আকন্দের মতো ত্যাগী, পরীক্ষিত এবং কর্মীবান্ধব নেতার সঠিক মূল্যায়ন হওয়া প্রয়োজন। তাকে একটি যোগ্য পদে পদোন্নতি দেওয়া হলে তা কেবল তাকেই সম্মানিত করবে না, বরং দলের আগামী প্রজন্মের কর্মীদের জন্যও একটি ইতিবাচক বার্তা দেবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যে কোনো দলে তৃণমূলের কর্মীদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝিকু আকন্দের প্রতি কর্মীদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন এবং তার পদোন্নতির দাবি দলের হাইকমান্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তারা আশা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button