ইসদাইরে ইভন হত্যা মামলায় মুল আসামিরা গ্রেফতার হলেও তাদের অন্যতম সহযোগী শুক্রুর অধরা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার বাবু ওরফে জামাই বাবুর ছেলে, ইভন হত্যা মামলার মুল আসামি গেফতার হলেও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে শুক্রুর। তবে, শুক্রুর অধরা হলেও তার ডীম ব্যবসা চলছে দেদারছে। আর তার এই ডীম ব্যবসা সম্পুর্ন নিয়ন্ত্রণ করছে নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল।শুধু তাই নয়,ইসদাইরে ডীম ব্যবসাটা শুক্রুর ব্যতিত আর কেও করতে পারবে না বলে জানায় উজ্জ্বল। যদি তার কথার অবাদ্য হয়ে এই ডীম ব্যবসা কেও করে তবে তাকে মিথ্যা মামলায় ফাসানোর হুমকিও প্রধান করে বিএনপির নেতা উজ্জ্বল। এমনই অভিযোগ করছে আমির নামের আর এক ডীম ব্যবসায়ি।তিনি বলেন, আমি ইসদারে ডীম ব্যবসা করি অনেক আগে থেকেই, ৫ এ আগস্টের পরে নতুন করে এই ব্যবসায় যোগ দেয় শুক্রুর নামের একজন।তার ব্যবসা চলমান রাখতেই আমাকে ব্যবসায় বাধাঁ দেয় উজ্জল।অন্য দিকে ইভন হত্যা হওয়ায় শুক্কুর পালিয়ে যায়।শুক্কুর পালিয়ে গেলেও তার এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে বিএনপির নেতা উজ্জ্বল। তিনি আমাকে লোকো বলে তার কাছে নিয়ে গিয়ে বলে এখানে শুক্কুর ব্যতিত কেও ব্যবসা করতে পারবে না।যদিও তুমি করো তাহলে তুমাকে মামলা দেওয়া হবে, সেই সাথে বলে তুমি আওয়ামী লীগের লোক। করুন সুরে আমির বলে আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাকে আওয়ামিলীগ বানিয়ে মামলা দিয়ে দিলে, আমার পরিবার না খেয়ে মরবে! তাই বিনয়ের সাথে তাকে অনুরোধ করি, আমার কিছু বাকি টাকা রয়েছে মাঠে, তা তুলে আমি আর এই ব্যবসা করবো না।এটা মেনে নিয়ে উজ্জ্বল বলে বেশি সময় দেওয়া যাবে না। আর বাকি টাকা তুলা ছারা আমি যেনো কোনো দোকানে ডীম না দেই এইরুপ উদাহারন দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়।একজন হত্যা মামলার আসামিকে সাপোর্ট দিয়ে কি উদ্ধার করতে চাচ্ছে এই বিএনপি নেতা উজ্জ্বল? অন্যদিকে সেই ওয়ার্ডেই চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন উজ্জ্বল। জনমনে প্রশ্ন এই উজ্জ্বল যদি এখনি এমন বেপরোয়া হয়ে উঠে। তাহলে ভবিষ্যতে সে নির্বাচিত হলে কি করবে?ভয়ে সাধারণ জনগন মুখ খুলতে নারাজ।তবে অফ ক্যামেরায় অনেকেই বলে তাদের প্রথমে ভালো মনে করেছিলাম, আগস্টের পরেই তাদের মুখোশ খুলা শুরু হয়েছে। একে একে দখল থেকে শুরু করে যা হয়েছে এই ইসদাইরে সবই হয়েছে উজ্জ্বলের হাতে। পরবর্তী সংবাদে বিগত সময়ে তাদের জীবিকা সরবরাহ নিয়ে হাজির হচ্ছি সে পযন্ত দেখতে থাকুন….



