দেশবাংলাদেশমিডিয়াসংগৃহীত সংবাদ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যু গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পরিবারের

অপরাধ বিচিত্রা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁর জ্যেষ্ঠ পুত্র মিরাজুল মইন জয় এক বার্তার মাধ্যমে দেশবাসীকে এই ধরনের মিথ্যা খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

জয় নিশ্চিত করেছেন যে, তাঁর বাবা ইলিয়াস কাঞ্চন বর্তমানে অসুস্থ এবং তাঁর নিয়মিত চিকিৎসা চলছে। তিনি বলেন, “বাবা অসুস্থ, চিকিৎসাধীন আছেন। আমি দেশবাসীসহ সকলের কাছে অনুরোধ করছি, আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না। বাবার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করবেন।”

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে দেশ-বিদেশ থেকে ‘নিরাপদ সড়ক চাই’-এর কর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা যেভাবে তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়। তিনি বলেন, “বিশেষ করে আজ জুমার নামাজের পর বিভিন্ন স্থানে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, তাতে আমরা অভিভূত। পরিবারের পক্ষ থেকে সকলের এই নিঃস্বার্থ ভালোবাসা ও উদ্বেগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

একইসাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা জানান। জয় বলেন, “অত্যন্ত দুঃখজনক যে, কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক ব্যবহারকারী কেবল সামান্য ভিউয়ের লোভে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচার করে চলেছেন। এই ভিত্তিহীন সংবাদগুলো শুধু জনমনে বিভ্রান্তিই ছড়াচ্ছে না, বাবার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে গভীরভাবে মর্মাহত করছে।”

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা সম্পর্কে যেকোনো সঠিক তথ্যের জন্য ‘নিরাপদ সড়ক চাই’-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান জয়। তিনি পুনরায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অযথা কোনো গুজবে কান না দিয়ে বাবার জন্য দোয়া করুন। আপনাদের দোয়াই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button