দেশবাংলাদেশমতামতমানববন্ধনমিডিয়া

কর্ণফুলী সেতুর টোল প্রত্যাহার দাবি, ১৭ অক্টোবর মানববন্ধনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন ও নগর সম্প্রসারণের প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করে কর্ণফুলী শাহ আমানত (র.) সেতুর ‘অযৌক্তিক ও অন্যায়’ টোল আদায় অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠন। এই দাবিতে আগামী ১৭ অক্টোবর নদীর দক্ষিণ পাড়ে মানববন্ধন ও সমাবেশের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর, ২০২৫) সকালে চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) চট্টগ্রাম জেলা শাখা সম্মিলিতভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ফোরকান। তিনি বলেন, “কর্ণফুলী সেতুর টোলের কারণে নদীর উভয় তীরের বাসিন্দারা, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামবাসী দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন একই সেতু একাধিকবার ব্যবহারের জন্য টোল দিতে বাধ্য হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।”

বক্তারা অভিযোগ করেন, টোল প্লাজায় সৃষ্ট যানজট ও ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। এই টোল প্রথাকে দক্ষিণ পাড়ের নগরায়নের পথে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে তারা বলেন, “এর ফলে মূল মহানগরীতে তীব্র আবাসন সংকট তৈরি হচ্ছে এবং চট্টগ্রাম বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে। দুই পাড়ের বাসিন্দাদের ওপর এর চেয়ে বড় কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলুম হতে পারে না।”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, “আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো নদীর দুই তীরে একই শহর অবস্থিত হলে সেই শহরের সংযোগ সেতুতে টোল আদায় করা হয় না। কিন্তু কর্ণফুলী সেতুর ক্ষেত্রে সেই নীতি উপেক্ষা করা হচ্ছে, যা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রতি সুস্পষ্ট বৈষম্য।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, টোল আদায়ের প্রতিবাদে এবং এর স্থায়ী সমাধানের দাবিতে আগামী ১৭ অক্টোবর, ২০২৫ (শুক্রবার) বিকেল ৪টায় মইজ্জ্যারটেক টোল প্লাজার পশ্চিম পাশে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক শফিক আহমদ সজীব। এসময় আরও উপস্থিত ছিলেন সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির সহ-সভাপতি গোলাম ওয়ারেছ, বিএইচআরএফ চট্টগ্রাম জেলার সেক্রেটারি এএইচএম জসিম উদ্দিন, নাগরিক কমিটির উপদেষ্টা প্রকৌশলী মোঃ রফিক শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button