অর্থনীতিদেশবাংলাদেশসম্পাদকীয়

গ্রামীণ ডাকঘর কর্মচারীদের ৯ দফা দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার: বেতন স্কেল গঠন ও চাকরি স্থায়ীকরণসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। দাবি মানা না হলে আগামী ৪ নভেম্বর থেকে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

শনিবার (১১ অক্টোবর, ২০২৫) বিকেলে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘জেলা প্রতিনিধি সম্মেলন-২০২৫’-এ এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সভাপতি শ্রী বিপ্লব চন্দ্র পালের (বি.কে পাল হৃদয়) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ার বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের ৬৪টি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ঢাকা জজ কোর্টের আইনজীবী সৈয়দ জোনায়েদ বিল্লাহ হাসানী ও সিরাজগঞ্জের সমাজসেবক আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ ইউনুস খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ মোস্তাকিমুল হাসান সিদ্দিকীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে উত্থাপিত কর্মচারীদের ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
১। ‘ইডি এজেন্ট’ প্রথা বিলুপ্ত করে ‘অবিভাগীয় ডাক কর্মচারী’ হিসেবে স্বীকৃতি প্রদান।
২। সম্মানির পরিবর্তে একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন।
৩। সরকারি কর্মদিবসের মতো ০৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ।
৪। ‘নিয়োজিতকরণ’ পদ্ধতির বদলে সরাসরি ‘নিয়োগকরণ’।
৫। বিধি মোতাবেক সকল উৎসব ভাতা প্রদান ও প্রতি বছর ১০% ইনক্রিমেন্ট।
৬। শ্রম আইন অনুযায়ী অবসরকালীন ভাতা প্রদান।
৭। ২০১৮ সালের পরিপত্র অনুযায়ী কল্যাণ ফান্ড/ট্রাস্টের মেয়াদ ৫ বছর করা।
৮। শ্রম আইনের সাথে সঙ্গতিপূর্ণ একটি সর্বজন গ্রহণযোগ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন।

ঘোষিত কর্মসূচি:
সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ৯ দফা দাবি সংবলিত একটি রেজুলেশন আনুষ্ঠানিকভাবে ডাক বিভাগের মহাপরিচালককে অবহিত করা হবে। দাবি মানা না হলে আগামী ৪ নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) থেকে ডাকভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু হবে। প্রাথমিক ধাপে সারা দেশের সকল গ্রামীণ ডাকঘর খোলা থাকলেও সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখা হবে এবং পরবর্তী ধাপে অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধের ঘোষণা দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button