ইসলাম ধর্মবিশ্লেষণশিক্ষা

বৃদ্ধ পিতা-মাতার প্রতি অবহেলা নয়, সেবা ও সম্মান প্রদর্শন করুন

ডেস্ক রিপোর্ট: মানবজীবনে পিতা-মাতার বার্ধক্যের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। বিভিন্ন ঘটনায় দেখা যায়, যারা এই সময়ে পিতা-মাতার প্রতি অবহেলা বা অত্যাচার করে, তাদের জীবনে শান্তি থাকে না এবং তারা ইহকাল ও পরকালে ক্ষতির সম্মুখীন হয়। ইসলাম ধর্মে পিতা-মাতার প্রতি সম্মান ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে তাদের বৃদ্ধ অবস্থায়।

এ বিষয়ে পবিত্র কুরআনে মহান আল্লাহ তা’আলা কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি তাঁর ইবাদতের পরই পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহারের আদেশ দিয়েছেন।

“তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উফ’ শব্দটি পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না; বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো।” (সূরা বনি ইসরাইল, আয়াত: ২৩)

রাসূলুল্লাহ (সা.) বৃদ্ধ পিতা-মাতার সেবা না করাকে চরম দুর্ভাগ্য হিসেবে আখ্যায়িত করেছেন। একটি হাদিসে তিনি বলেন:

“ধ্বংস হোক, পুনরায় ধ্বংস হোক, আবারও ধ্বংস হোক ঐ ব্যক্তি, যে তার পিতা-মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্যে পেল, কিন্তু তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারল না।” (সহীহ মুসলিম)

পিতা-মাতার অবাধ্যতার পরিণতি অত্যন্ত ভয়াবহ। হাদিস শরীফে এ বিষয়ে কঠোর সতর্কবার্তা এসেছে। নবী করিম (সা.) বলেন:

“পিতা-মাতার অবাধ্য সন্তান জান্নাতের ঘ্রাণও পাবে না।” (সহীহ বুখারী ও মুসলিম)

অতএব, প্রতিটি সন্তানের উচিত তাদের বৃদ্ধ পিতা-মাতার প্রতি দায়িত্বশীল হওয়া, তাদের সেবা করা এবং সম্মানজনক আচরণের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button