‘চাকরি আছে, বেতন নেই’: জাতীয়করণের দাবিতে রাজপথে ইবতেদায়ী শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: “চাকরি আছে বেতন নেই, এমন কোনো দেশ নেই”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর রাজপথে নেমেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বারবার আশ্বাস পেয়েও দাবি পূরণ না হওয়ায় এবার তারা রাজপথ অবরোধ করে দাবি আদায়ের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের’ ব্যানারে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে ফুটে ওঠে তাদের দীর্ঘদিনের বঞ্চনা আর ক্ষোভের কথা। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল—‘আর কোনো দাবি নেই, স্বতন্ত্র-ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই’; ‘প্রাইমারি জাতীয়করণ হলে, আমরা কেন বিনা বেতনে?’ ইত্যাদি।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত ২৮ জানুয়ারি সরকার কর্তৃক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তার দ্রুত বাস্তবায়ন চান তারা।
কর্মসূচিতে এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “পৃথিবীর এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে চাকরি আছে কিন্তু বেতন নেই। এই অবিচার শুধু আমাদের সাথেই করা হচ্ছে। বছরের পর বছর ধরে প্রতিটি সরকার শুধু আশ্বাসই দিয়ে গেছে। ন্যায্য অধিকারের জন্য আমাদের বারবার রাজপথে নামতে হয়েছে, কিন্তু ফলাফল শূন্য।”



