নিজস্ব প্রতিবেদক: বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় এবার ‘সচিবালয় অভিমুখে পদযাত্রা’র মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন তারা। একইসঙ্গে, সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিসহ সব আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশ থেকে এই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন।
এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আজ রাতের মধ্যে যদি আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি বা কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে আমাদের চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে এবং পূর্বঘোষিত লং মার্চ কর্মসূচিও পালিত হবে।”
এর আগে, দাবি আদায়ের লক্ষ্যে এবং সম্প্রতি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। পাশাপাশি, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও পালন করছেন তারা।
শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবিগুলো সরকার কর্তৃক মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে থেকেই তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আগামীকাল মঙ্গলবারের ‘সচিবালয় অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে আসা শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



