অপহরণের মূলহোতা সহ ০৫ জন অপহরণকারী’কে গ্রেফতার করেছে র্যাব-৭,

এস এম মুন্নি : শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে অপহৃত মোঃ সবুজ ফরাজী এবং অপহরণের মূলহোতা সহ ০৫ জন অপহরণকারী’কে গ্রেফতার করেছে র্যাব-৭
১। অপহৃত ভিকটিম মোঃ সবুজ ফরাজী (২৭) বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার বাসিন্দা। সে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সিইপিজেড এ পূর্বে চাকরি করত। সেই সুবাদে গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক ২১১০ ঘটিকায় ইপিজেড থানাধীন বন্দরটিলা সিটি কর্পোরোশন এলাকায় উপস্থিত হলে অজ্ঞাতনাম ১১/১২ জন মিলে চরথাপ্পর মেরে জোরর্পূবক রিক্সায় তুলে বন্দরটিলা আয়াশার মার গলী জুয়েলের রিক্সার গেরেজে আটকে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের স্ত্রীর মোবাইল ফোন করে ১ লাখ টাকা মুক্তিপুণ দাবি করে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি প্রদান করছে। উক্ত বিষয়টি তাৎক্ষণিকভাবে সে তার পরিবারের সাথে আলাপ আলোচনা করে র্যাব-৭ পতেঙ্গা চট্টগ্রাম বরাবর অভিযোগ দায়ের করে।
২। র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর ২০২৫ ইং তারিখে রাত আনুমনিক ২৩৫০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আয়াশার মার গলি এলাকায় ২ জন স্বাক্ষীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করে আসামী ১। মুছা (২২), পিতা-আমজাদ কাজি, সাং-তেলখিলা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, ২। মোঃ সোহেল(২৫) পিতা-আমজাদ কাজি সাং-তেলখিলা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, ৩। মোঃ রিয়াজ (২৪) পিতা-জলিল মোল্লাহ, সাং-শায়েস্তাবাদ, থানা-কোতোয়ালী, জেলা- বরিশাল, ৪। মোঃ তাসিন (২৩) পিতা-রঞ্জীত শীল সাং-ডোলা হাজারা, থানা-চকরিয়া জেলা- কক্সবাজার এবং ৫। মোঃ রায়হান(২৬) পিতা-মোহাম্মদ আলী, সাং- আয়শার মার গলি, থানা – ইপিজেড জেলা-চট্টগ্রাম’দেরকে আটক এবং ভিকটিম মোঃ সুজন ফরাজী‘কে উদ্ধার করতে সক্ষম হয়।
৪। গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



