অন্যান্যঅপরাধআইন ও বিচারআইন, ও বিচার

অপহরণের মূলহোতা সহ ০৫ জন অপহরণকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, 

এস এম মুন্নি : শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে অপহৃত মোঃ সবুজ ফরাজী এবং অপহরণের মূলহোতা সহ ০৫ জন অপহরণকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭

১। অপহৃত ভিকটিম মোঃ সবুজ ফরাজী (২৭) বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার বাসিন্দা। সে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সিইপিজেড এ পূর্বে চাকরি করত। সেই সুবাদে গত  ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক ২১১০ ঘটিকায়  ইপিজেড থানাধীন বন্দরটিলা সিটি কর্পোরোশন এলাকায় উপস্থিত হলে অজ্ঞাতনাম ১১/১২ জন মিলে চরথাপ্পর মেরে জোরর্পূবক রিক্সায় তুলে বন্দরটিলা আয়াশার মার গলী জুয়েলের রিক্সার গেরেজে আটকে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের স্ত্রীর মোবাইল ফোন করে ১ লাখ টাকা মুক্তিপুণ দাবি করে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি প্রদান করছে। উক্ত বিষয়টি তাৎক্ষণিকভাবে সে তার পরিবারের সাথে আলাপ আলোচনা করে র‌্যাব-৭ পতেঙ্গা চট্টগ্রাম বরাবর অভিযোগ দায়ের করে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর ২০২৫ ইং তারিখে রাত আনুমনিক ২৩৫০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আয়াশার মার গলি এলাকায় ২ জন স্বাক্ষীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করে আসামী ১। মুছা (২২), পিতা-আমজাদ কাজি, সাং-তেলখিলা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, ২। মোঃ সোহেল(২৫) পিতা-আমজাদ কাজি সাং-তেলখিলা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, ৩। মোঃ রিয়াজ (২৪) পিতা-জলিল মোল্লাহ, সাং-শায়েস্তাবাদ, থানা-কোতোয়ালী, জেলা- বরিশাল, ৪। মোঃ তাসিন (২৩) পিতা-রঞ্জীত শীল সাং-ডোলা হাজারা, থানা-চকরিয়া জেলা- কক্সবাজার এবং ৫। মোঃ রায়হান(২৬) পিতা-মোহাম্মদ আলী, সাং- আয়শার মার গলি, থানা – ইপিজেড জেলা-চট্টগ্রাম’দেরকে আটক এবং ভিকটিম মোঃ সুজন ফরাজী‘কে উদ্ধার করতে সক্ষম হয়।

৪। গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button