কুমিল্লা ভুবনঘর রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব শান্তি কল্পে ও মানব কল্যাণার্থে সোমবার (১৩ অক্টোবর) কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন ভুবনঘর শীল বাড়ীতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসব।
তদুপলক্ষে গেলো ১২ অক্টোবর রবিবার রাত ৯টা হতে যথাক্রমে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ শেষে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার (১৩ অক্টোবর) সকাল হতে যথাক্রমে বিষ্ণু পূজা ও গুরু পূজা শেষে দুপুরবেলা ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
ওই অনুষ্ঠান পরিদর্শন করেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার রায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ স্বপন কুমার মজুমদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভুবনঘর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি তপন চন্দ্র শীল ও খোকা শীলসহ হাজারো ভক্ত শ্রোতা।



