দেশপরিবেশবাংলাদেশসম্পাদকীয়

চাঁদাবাজদের রুখতে বিএনপির অভিনব উদ্যোগ: আলফাডাঙ্গায় মাইকিং করে সতর্কতা

অনলাইন ডেস্ক: ফরিদপুরের আলফাডাঙ্গায় দলের নাম ব্যবহার করে একটি চক্রের চাঁদাবাজির বিরুদ্ধে অভিনব প্রচারে নেমেছে বিএনপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদর ও পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অটোরিকশায় মাইক লাগিয়ে জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয়। দলের ভাবমূর্তি রক্ষায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জব্বার মোল্লাকে এই প্রচারণার মাইকিং করতে দেখা যায়। মাইকিংয়ে বলা হয়, “আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, একটি প্রতারক চক্র আলফাডাঙ্গা বাজার ও তার আশপাশের এলাকায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীদের টার্গেট করে চাঁদাবাজি করছে। তারা বিএনপির নাম ব্যবহার করে নতুন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে।”

প্রচারণায় আরও বলা হয়, “দয়া করে এ ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। যদি কেউ বিএনপির নেতা পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে, তবে তাৎক্ষণিকভাবে আলফাডাঙ্গা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে জানানোর জন্য অনুরোধ করা হলো।” এ সময় যোগাযোগের জন্য সাবেক এমপির একটি মোবাইল নম্বরও ঘোষণা করা হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, “গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর, যারা আগে কখনো বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না, এমন অনেকেই এখন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। এতে আমাদের দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। তাই জনসাধারণকে সচেতন করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

এই অভিনব প্রচারণার বিষয়ে জানতে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জব্বার মোল্লার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, মাইকিংয়ের বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “আমি দাপ্তরিক কাজে থানার বাইরে থাকায় মাইকিংয়ের বিষয়টি আমার জানা নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button