
ডেস্ক রিপোর্ট: সাংগঠনিক ঐক্য আরও সুসংহত করে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতারা। বুধবার (১৫ অক্টোবর) পর্যটন নগরী রাঙামাটির এক ক্যাফেতে আয়োজিত সংগঠনের রাঙামাটি অঞ্চলের এক বর্ধিত সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিএফএ রাঙামাটি অঞ্চলের সভাপতি মোঃ নুরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আমিরুল হাছান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, নাজমুল হাসান এবং কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ।

প্রধান অতিথির ভাষণে কেন্দ্রীয় আহ্বায়ক আমিরুল হাছান বলেন, “ভালো-মন্দকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তাই কোনো ধরনের প্ররোচনায় প্রভাবিত না হয়ে ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য সকলকে ঐক্যের পতাকাতলে থাকতে হবে।” তিনি সংগঠনের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং মাঠপর্যায়ে অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।
সভায় রাঙামাটি অঞ্চলের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, বাবুরাম চাকমা, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এবং কেন্দ্রীয় নেতা রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে বিএফএ-এর সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
মোঃ জাফরউল্লাহর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শেষে, কর্তব্যরত অবস্থায় নিহত শহীদ ফরেস্টার সাজ্জাদ ইউসুফের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



