কক্সবাজারে বসছে ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা, আহ্বায়ক চিত্রনায়ক রুবেল

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬ সালের জানুয়ারিতে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা’। এই আয়োজনকে সামনে রেখে বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিযোগিতার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা মাসুম পারভেজ রুবেল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) ঢাকার উত্তরা ১৮ নম্বর সেক্টরের কুঞ্জলতায় অ্যাসোসিয়েশনের সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, প্রতিবারের মতো আগামী ১৬ ও ১৭ জানুয়ারি, ২০২৬ তারিখে কক্সবাজারের কলাতলী स्थित ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে এই জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই প্রতিযোগিতাটি সারাদেশের কারাতে খেলোয়াড়, প্রশিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য একটি মিলনমেলায় পরিণত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। প্রতিযোগিতায় বিভিন্ন মার্শাল আর্ট কলাকৌশলের প্রদর্শনী এবং ফাইটিং ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।

এই বিশাল আয়োজনকে সফলভাবে পরিচালনা করার জন্য একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সার্বিক তত্ত্বাবধান ও প্রধান দায়িত্বে থাকবেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলম। আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিএম আশরাফুল ইসলাম।
প্রতিযোগিতার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একাধিক উপকমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে— অর্থ, রেফারি কমিশন, ড্যান গ্রেডিং, আপ্যায়ন, প্রচার ও প্রকাশনা, পুরস্কার বিতরণ, শৃঙ্খলা এবং অভ্যর্থনা উপকমিটি। এই কমিটিগুলোর সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতার শেষে একটি আকর্ষণীয় ক্যাম্পিং এবং বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণেরও ব্যবস্থা থাকবে।
সভায় অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং ওস্তাদ জাহাঙ্গীর আলমের ছাত্র, বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভার শেষে সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলম সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি সভায় উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বিএম আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন আলম, মোহাম্মদ নাছির উদ্দীন নাসিম, মোঃ হোসেন মাসুম, ইউনুস খান, পলাশ খান, শহিদুল ইসলাম শহিদ, মোঃ রতন মিয়া, মোঃ সাইফুল ইসলাম এবং মোঃ সাইফুল ইসলাম সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।



