দেশবাংলাদেশশিক্ষাসম্পাদকীয়

আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজে শিক্ষার আলোয় এগিয়ে যাচ্ছে তৃণমূলের তরুণ প্রজন্ম

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: দীর্ঘদিনের স্থবিরতা ও রাজনৈতিক অচলায়তন ভেঙে এখন আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ নতুন রূপে জেগে উঠেছে। সবুজে ঘেরা প্রাঙ্গণে ফুটে উঠেছে শিক্ষার আলো, মানবিকতার বীজ ও ডিজিটাল প্রযুক্তির স্পন্দন। বদলে যাচ্ছে শিক্ষার মানচিত্র, জেগে উঠছে একটি পুরো প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমানের গতিশীল নেতৃত্বে কলেজটি আজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি হয়ে উঠেছে তরুণ প্রজন্মের নান্দনিক ক্যাম্পাস ও মানবিকতার পাঠশালা। দীর্ঘ ১৫ বছরের উন্নয়ন খরা কাটিয়ে নতুন চার তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এখন সময়ের অপেক্ষা, যা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

২০২২ সালের ৭ মে দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষ মুজিবুর রহমান কলেজের সামগ্রিক পরিবেশে আনেন দৃশ্যমান পরিবর্তন। তিনি বলেন,ঐতিহ্যবাহী কামার গ্রামে শিক্ষার প্রদীপ জ্বালিয়েছিলেন কাঞ্চন মুন্সী। তাঁর উত্তরসূরি হিসেবে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন জননেতা আরিফুর রহমান দোলন। তাঁদের প্রেরণায় আমরা শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছি।

তিনি আরও যোগ করেন,দক্ষ গভর্নিং বডি ও অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতায় আমরা এখন শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছি। ডিজিটাল শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে তারা নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে।

গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান বলেন,শিক্ষা কেবল পরীক্ষার জন্য নয়, এটি জীবন গড়ার হাতিয়ার। সততা, মানবতা ও দায়িত্ববোধ— এই তিন গুণেই একজন প্রকৃত শিক্ষার্থী গড়ে ওঠে।

একই সুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ কেবল শিক্ষার কেন্দ্র নয়, এটি মানবিকতার পাঠশালা। এখানে শিক্ষার্থীরা বইয়ের জ্ঞান ছাড়াও সমাজ, রাষ্ট্র ও মানবতার দায়িত্ব শিখছে। উপজেলা প্রশাসন সবসময় এই প্রতিষ্ঠানের পাশে থাকবে।

কলেজের পরিবর্তনে সবচেয়ে বেশি খুশি স্থানীয় অভিভাবকরা। অভিভাবক মো. শফিকুল ইসলাম বলেন,আগে সন্তানকে পড়াশোনায় মন বসাতে কষ্ট হতো, এখন শিক্ষকরা নিয়মিত খোঁজ নেন ও উৎসাহ দেন। শিক্ষার মান অনেক বেড়েছে।

অভিভাবক রওশন আরা বেগম জানান,মেয়েদের জন্য আলাদা বিশ্রামাগার ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকায় আমরা এখন নিশ্চিন্তে সন্তানদের কলেজে পাঠাতে পারছি।

শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে জেলা ও আন্তঃকলেজ পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায়, অর্জন করছে সাফল্য। সম্প্রতি অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে তাদের প্রাণবন্ত পরিবেশনা জানিয়ে দিয়েছে নতুন প্রজন্মের মেধা, উদ্যম ও সম্ভাবনার কথা।

শিক্ষকদের নিষ্ঠা, পরিচালনা পর্ষদের দূরদৃষ্টি, প্রশাসনের সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়— এই চতুর্মুখী প্রয়াসে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ আজ এক আলোকিত অভিযাত্রার প্রতীক।

এই কলেজই এখন আলফাডাঙ্গার গর্ব, যেখানে শিক্ষার আলোয় এগিয়ে যাচ্ছে তৃণমূলের তরুণ প্রজন্ম, আর বদলে যাচ্ছে একটি পুরো প্রজন্মের স্বপ্নের মানচিত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button