কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট: ভ্রাম্যমাণ আদালতের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাটের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার পেরাগোদি এবং পারোয়ান গ্রামে কতিপয় ব্যক্তি কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাট করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় পানজোড়া গ্রামের মো. মোতালিব মোল্লার ছেলে মো. রায়হান মোল্লা (৩৩)-কে ৩ লাখ টাকা এবং বিরতুল গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে মো. রফিকুল ইসলাম খান (৪৪)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই দুইটি মামলায় সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে উপস্থিত ছিল। উপজেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপে অবৈধভাবে কৃষি জমি নষ্টকারীদের বিরুদ্ধে একটি জোরালো বার্তা দেওয়া হলো।



