
নরসিংদী প্রতিনিধি: ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ( সিএইচসিপি) এর ৩ বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রান্তিক পর্যায়ে গ্রামীন মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের জুলাই থেকে ১৫ ডিসেম্বর সাড়ে ৫ মাসের বকেয়া বেতন, নতুন ৬৩৩জন সিএইচসিপির ১৫ মাসের বকেয়া বেতন, ১২তম গ্রেড প্রদান এবং চাকরি স্থায়ীকরনে প্রবিধান চূড়ান্তকরণ ও বাস্তবায়নের দাবিতে ৩ বিভাগের আলাদা আলাদা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন
কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, রংপুর বিভাগীয় সভাপতি মো: রায়হান আলী লাবলু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নাঈমুদ্দীন, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শহিদুল ইসলাম এর আহবানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে
ঢাকা বিভাগীয় আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ রাজীব মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আয়ূব আলী ও
ঢাকা বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মালেক প্রমূখ।
বক্তারা বলেন, আমরা ১৪ বছরপরও এখনো ইনক্রিমেন্ট সহ বর্তমানে ১৪ থেকে ১৬ গ্রেডে বেতনবৈষম্যের শিকার। ইএফটিতে বর্তমানে বেতনভাতা পেলেও এখনও প্রবিধান চূড়ান্ত হয়নি।
প্রবিধান সহ বকেয়া বেতন দ্রুত বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।



