অনলাইন ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ সংলগ্ন সার্ভিস লেনে এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ঘনিষ্ঠ বন্ধুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।
নিহতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়া (২৬) এবং ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)।
পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকার সার্ভিস লেন দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, অথবা অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে আরোহী দুজন সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।
মুন্সিগঞ্জ হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মহাসড়কে পড়ে থাকা দুটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইনচার্জ আরও বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় অথবা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।” বর্তমানে এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



