অপরাধআইন ও বিচারদেশপ্রশাসনবাংলাদেশসংগৃহীত সংবাদ

সালমান শাহ মৃত্যু: তিন দশক পর হত্যা মামলা, আসামি ১১ জন

অপরাধ বিচিত্রা ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এ মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ আসার ২৪ ঘণ্টার মধ্যেই এই নতুন মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি হিসেবে সামিরা হকের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্র অভিনেতা ডনসহ আরও কয়েকজনের নাম অভিযুক্তদের তালিকায় রয়েছে। মোট ১১ জন চিহ্নিত আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মৃতদেহ পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে এই ঘটনাকে অপমৃত্যু হিসেবে তদন্ত করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।

তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই পিবিআই-এর প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছিলেন এবং দাবি করে আসছিলেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তারই ধারাবাহিকতায়, এবার মামা আলমগীর কুমকুম আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করে এই দীর্ঘদিনের ঘটনার নতুন একটি অধ্যায় উন্মোচন করলেন।

এর আগে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর মৃত্যুর তদন্ত প্রসঙ্গে পর্যবেক্ষণ দিয়েছিলেন যে, তদন্ত প্রক্রিয়ায় পদে পদে অন্যায় হয়েছে এবং কেউই দায়িত্বশীল আচরণ করেনি। আদালতের এই মন্তব্যের পরই মামলার পুনঃতদন্তের নির্দেশ এসেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button