আবু ত্ব-হা আদনান ও সাবিকুন নাহারের পারিবারিক বিরোধের শরিয়াভিত্তিক নিষ্পত্তি

অনলাইন ডেস্ক: দেশের বরেণ্য আলেম-ওলামাদের তত্ত্বাবধানে উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যকার পারিবারিক বিবাদ শরিয়া মোতাবেক সফলভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে। বিস্তারিত তথ্য নিম্নরূপ:
১. আলেম-ওলামাদের উপস্থিতিতে মুহতারাম আবু ত্ব-হা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন। এর মাধ্যমে তাদের পূর্বের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটেছে এবং বর্তমানে তাদের মাঝে কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।
২. তাদের বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছিল। এ বিষয়ে আর কোনো আলোচনা বা দেনা-পাওনা বাকি নেই বলে জানানো হয়েছে।
৩. সাবিকুন নাহার মিরপুর, ঢাকাস্থ তাও হা যিন নুরাইন ইসলামিক সেন্টার-এর উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় ৫ ভরি এবং অন্যান্য কিছু খাতে (তার বক্তব্য অনুযায়ী) আরও প্রায় ৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ঋণ হিসেবে প্রদান করেছিলেন। বিগত মজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু ত্ব-হা আদনানের কাছে এই অর্থ ফেরত দাবি করেন। ওলামায়ে মজলিস এই অর্থ পরিশোধের একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, যা উভয় পক্ষই মেনে নিয়েছে। যেহেতু এটি তার শরিয়াসম্মত পাওনা, তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে সচেষ্ট রয়েছে। উল্লেখ্য, ৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ অসত্য। উস্তায আবু ত্ব-হা আদনান বা তার প্রতিষ্ঠানের সাথে এই গুজব প্রচারণার কোনো সম্পর্ক নেই। সকলকে কোনো গুজবে কান না দিতে এবং কারো প্রতি মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ না করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
৪. সন্তানদের বিষয়েও মুরব্বিদের মজলিসে শরিয়াসম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে, যা উভয় পক্ষ সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে।
যেহেতু বিষয়টি আলেম-ওলামাদের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে, তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা না করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।



