
শাকিলা শারমিন: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের শহীদ মুগ্ধ মঞ্চে এক সচেতনামূলক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।সোমবার বিকালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন। এ সময় মহানগর উত্তর বিএনপি’র বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে মঞ্চের সামনে জড়ো হন। মুহূর্তেই সমগ্র এলাকা পরিণত হয় জনসমুদ্রে। মতবিনিময় সভায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল দেশপ্রেম, গণতন্ত্র রক্ষার শপথ ও ঐক্যের বার্তা। সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আফাজ উদ্দিন বলেন,আমরা লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নানান ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে একটি চক্র জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন,আমি যখন থেকে ঢাকা-১৮ আসনে এমপি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, তখন থেকেই এই আসনের মানুষের পাশে আছি। শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, সামাজিক ও মানবিক কাজেও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উপস্থিতিতে আমরা ১৩ নম্বর সেক্টরে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছি। পাশাপাশি প্রায় ১৫ থেকে ২০টি স্থানে বস্ত্র বিতরণ করেছি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সিদ্ধান্ত অনুযায়ী বড় কোনো র্যালি বা আনন্দ শোভাযাত্রা না করে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করার নির্দেশনার অংশ হিসেবে তিনি বলেন,আমরা উত্তরায় প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে খাল পরিষ্কার কার্যক্রম চালিয়েছি।এবং লেকের দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে এটি আমাদের পরিবেশ ও জনগণের স্বার্থে একটি প্রতীকী উদ্যোগ। ভবিষ্যতে ঢাকা-১৮ আসনে আরও বহু উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা পর্ব শেষে মো. আফাজ উদ্দিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উত্তরার বিভিন্ন সড়কে সাধারণ মানুষ, দোকানদার ও ব্যবসায়ীদের মাঝে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এই প্রচারণায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।



