জোবায়েদ হত্যা রহস্য উন্মোচন: নেপথ্যে ছাত্রী ও প্রেমিক
অপরাধ বিচিত্রা ডেস্ক: চাঞ্চল্যকর জোবায়েদ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে তার ছাত্রী বর্ষাকে চিহ্নিত করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল বর্ষার প্রেমিক মাহির এবং তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। পুলিশ ইতিমধ্যে এই তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এম এন নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির এই কর্মকর্তা জানান, এই হত্যাকাণ্ডের সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। প্রাথমিক তদন্তে জানা গেছে, বর্ষার বাসার নিচে জোবায়েদকে ছুরিকাঘাত করার পর তিনি দ্রুত বাসায় আশ্রয় নিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন। পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে যে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বর্ষা ও মাহির এই সম্পর্ক থেকে মুক্তি পেতে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, গত ১৯ অক্টোবর বিকেল ৪টার দিকে বর্ষা জোবায়েদকে প্রাইভেট পড়ানোর জন্য তার বাসায় আসতে বলেন। একই সময়ে বর্ষা মাহিরকে খবর দেন। মাহির তার বন্ধু ফারদিন আহমেদ আইলানকে নিয়ে আগেই ওই ভবনের নিচের গলিতে অবস্থান নেয়।
পুলিশ আরও জানায়, হত্যায় ব্যবহৃত ধারালো ছুরিটি মাহির ও আইলান আগেই কিনে রেখেছিল। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গত ২৬ সেপ্টেম্বরের পর তাদের মধ্যে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা চূড়ান্ত হয়। তদন্তের ধারাবাহিকতায় পুলিশ এই তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।



