গাজা উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭,

এম এ মান্নান :চট্টগ্রামের মিরসরাই থানাধীন কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ১৯.৫ কেজি গাজা উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন নারী মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (গাঁজা) নিয়া যাত্রী বেশে চট্টগ্রাম গামী Dulali Special পরিবহনের বাস যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-৪-১৩-০৪৯৫ যোগে কুমিল্লা জেলা হইতে চট্টগ্রাম জেলার উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়া যাইতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ অক্টোবর ২০২৫ ইং আনুমানিক ৯০৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মীরসরাই বাজারস্থ ঢাকা হইতে চট্টগ্রাম মুখী মহাসড়কে সেবা আধুনিক হাসপাতালের বিপরীত পার্শ্বে বটগাছের নিচে পাকা রাস্তার উপর পৌছাইয়া একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে উল্লেল্লখিত Dulali Special নামীয় বাস গাড়ীকে থামানোর সংকেত দিয়ে গাড়িটি থামিয়ে তল্লাশিকালে তড়িঘড়ি করে কৌশলে দুইজন নারী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী
১। রশিদা (৩৮), পিতা-নজু মিয়া, সাং-কোনাপাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার এবং আসামী ২। রোকেয়া বেগম (৩৬), পিতা-সালেহ আহমদ, সাং-অলংকার মোড়, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে মহিলা র্যাব সদস্য দ্বারা শালীনতার সহিত দেহ তল্লাশী কালে ১নং আসামীর হেফাজতে থাকা ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১টি নীল রংয়ের ট্রলি ব্যাগের ভিতরে ১০ (দশ) টি গাঁজার বান্ডিল যাহা প্রতিটি বান্ডিল আকাশি রংয়ের পলি দ্বারা মোড়ানো অবস্থায় প্রতিটি বান্ডিলের ওজন ০১ কেজি করে মোট (০১×১০)=১০ (দশ) কেজি গাঁজা এবং ২নং আসামীর হেফাজতে থাকা ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে কালো এবং নীল রংয়ের ০২টি কাঁধ ব্যাগের মধ্যে ০১টি কালো রংয়ের কসটেপ দাঁড়া মোড়ানো ব্যাগের ভিতরে ০৫ (পাঁচ) টি বান্ডিল যাহার প্রতিটি বান্ডিলে ০১ কেজি করে মোট (০১×০৫)=৫ (পাঁচ) কেজি গাঁজা এবং অপর ০১টি নীল রংয়ের কাঁধ ব্যাগের ভিতরে ০৫ (পাঁচ) টি বান্ডিল যাহার ০৪টি বান্ডিলে ০১ কেজি করে এবং ০১টি বান্ডিলে হাপ কেজি করে (০১×৪)+.৫=৪.৫ কেজি গাঁজা সহ ০২টি ব্যাগে মোট (০৫+৪.৫)= ৯.৫ কেজি সহ সর্বমোট (১০+৯.৫)=১৯.৫ (উনিশ দশমিক পাঁচ) কেজি গাঁজা যাহার প্রতি কেজির আনুমানিক মূল্য ১০,০০০/- টাকা করে গাঁজার সর্বমোট মূল্য (১০,০০০×১৯.৫)=১,৯৫,০০০ (এক লক্ষ পঁচানব্বই হাজার) টাকা মূল্যের গাঁজা উদ্ধার পূর্বক তাদের গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম জেলার মীরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



