রায়পুর পৌরসভার কোটি টাকা আত্মসাৎকারী হিসাবরক্ষক: বদলি ঠেকাতে মরিয়া, যোগদান না করায় চাকরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ
অপরাধ বিচিত্রা ডেস্ক: রায়পুর পৌরসভার প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে হিসাবরক্ষক মামুনের বিরুদ্ধে। এই দুর্নীতির কারণে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাকে রামগতি পৌরসভায় বদলি করা হয়। আদেশে ২০ তারিখের মধ্যে তার নতুন কর্মস্থল রামগতি পৌরসভায় যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি ২১ তারিখ পর্যন্ত তা করেননি।
জানা গেছে, অভিযুক্ত হিসাবরক্ষক মামুন তার বদলি ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন। ২০ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করে তিনি প্রথমে রায়পুর পৌরসভার প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে বদলির আদেশ বাতিলের চেষ্টা করেন।
পৌর প্রশাসনের কাছ থেকে আশ্বাস না পেয়ে তিনি বর্তমানে ঢাকায় মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন। সেখানেও তিনি ঘুষের বিনিময়ে বদলি ঠেকাতে জোর তদবির করছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, চাকুরির বিধিমালা এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশ অনুযায়ী, ২০ তারিখের মধ্যে তার নতুন কর্মস্থলে যোগদান করা বাধ্যতামূলক ছিল। নির্ধারিত সময়ে যোগদান না করায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করেছেন, যা বিধিমালা অনুযায়ী তার চাকরি হারানোর কারণ হতে পারে।
এ পরিস্থিতিতে রায়পুর পৌরসভার প্রশাসক মহোদয় অভিযুক্ত হিসাবরক্ষকের বিরুদ্ধে কী ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, এখন সেটাই দেখার বিষয়।



