উগ্রবাদী ইসকন কর্তৃক আলেম গুম ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক মুভমেন্ট

অপরাধ বিচিত্রা ডেস্ক: ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ এবং সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ গাজীপুরের টঙ্গীর বিটিসিএল কলোনী জামে মসজিদের খতিব মাওলানা মুহিব্বুল্লাহ মিয়াজীকে উগ্রবাদী ইসকন কর্তৃক অপহরণ ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে ভারতের উগ্রবাদী ইসকন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট খায়রুল আহসান, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা হারিসুল হক এবং ভাইস চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, ভারতের উগ্রবাদী ইসকন বাংলাদেশে মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। ইসকন বিভিন্ন সময়ে উস্কানিমূলক কার্যক্রমের মাধ্যমে দেশে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ভারত সরকার তাদের এজেন্টদের মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চায়। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত ও উগ্রবাদী ইসকন এদেশে দাঙ্গা সৃষ্টি করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে অপতৎপরতা চালাচ্ছে, যাতে নির্বাচন বানচাল করা যায়।
তাঁরা উল্লেখ করেন, গাজীপুরের টঙ্গীর বিটিসিএল কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণ করে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল তাকে ইসকন ও ভারতের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখা এবং আন্দোলন থেকে সরে আসার জন্য শাসানো। নেতৃবৃন্দ ভারত এবং এর এজেন্ট ইসকন সহ সকল এজেন্টদের এই ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে বলেন, ভারত কোনোভাবেই স্বাধীনতাকামী বাংলাদেশিদের দমাতে পারবে না। ভারত এদেশে তাদের নিযুক্ত এজেন্টদের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বিশেষ করে আলেম-ওলামাদের দমানোর যে অপচেষ্টায় লিপ্ত, তা কখনোই বাস্তবায়িত হবে না ইনশা আল্লাহ। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের উপর আল্লাহ তায়ালার বিশেষ রহমত রয়েছে। এই দেশটি ওলি-আউলিয়াদের প্রিয় দেশ। এদেশের মাটিতে হাজার হাজার আলেম-ওলামা এবং অলি-দরবেশ শায়িত আছেন এবং আরও অনেক ওলি-আউলিয়া এই দেশের মানুষের জন্য দোয়া করে যাচ্ছেন। তাই কোনো অপশক্তি আমাদের এই দেশটাকে বেইমান বানাতে পারবে না এবং আল্লাহর গজব ছাড়া অন্য কোনো দেশ এদেশের মানুষের ঈমান-আকিদা নষ্ট করতে পারবে না।
তাঁরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ভারতের এজেন্ট ইসকন এবং সকল ভারতীয় এজেন্টদের অপতৎপরতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় বাংলাদেশের তৌহিদী জনতা এই সকল অপতৎপরতার বিরুদ্ধে মাঠে নেমে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতেও কুন্ঠাবোধ করবে না বলে হুঁশিয়ারি দেন।



