Uncategorizedঅপরাধআইন ও বিচারএক্সক্লুসিভদেশপ্রশাসনবরিশালবরিশাল বিভাগবাংলাদেশসম্পাদকীয়

গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোঃ ইয়াদুল ইসলাম: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে কাতারপ্রবাসী নাঈম হাওলাদারের স্ত্রী দিনা বেগম (২৫) এর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদারের বিরুদ্ধে।

ভুক্তভোগী দিনা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে এনাম তালুকদার তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে তিনি দুই শিশু সন্তানকে নিয়ে পাশের কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় তার গতিরোধ করে টানাহেঁচড়া শুরু করেন এনাম তালুকদার। এ সময় প্রতিবাদ করলে তিনি ওই নারীকে চড়-থাপ্পড় মারেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার এক পর্যায়ে এনাম তালুকদার ও তার সহযোগীরা দিনা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং ব্যাগে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর মা সালমা বেগম বলেন, আমার মেয়ের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার ন্যায্য বিচার চাই। আমরা আইনগত সহায়তা চাই।

অভিযুক্ত এনাম তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানাই।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button