
মো: রেজাউল করিম, জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ফুটবলের গৌরবময় অতীত ফিরিয়ে আনতে জেলার প্রাক্তন ফুটবলারদের উদ্যোগে ‘সোনালী অতীত ক্লাব’-এর আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলার জীবিত প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা ঠাকুরগাঁও ফুটবলের সোনালী যুগের স্মৃতি চারণ করে বলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের সময় ঠাকুরগাঁওয়ের খেলোয়াড়রা দেশের হয়ে গৌরবময় অবদান রেখেছিলেন। অথচ আজ কিছু অখেলোয়াড় ও সুবিধাবাদী ব্যক্তির প্রভাব, অনুপ্রেরণার অভাব এবং ব্যক্তিগত স্বার্থের কারণে জেলার ফুটবল ধ্বংসের মুখে পড়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, এসব সুবিধাবাদীরা নিজেদের মর্যাদা বাড়াতে ব্যস্ত থাকায় তরুণ খেলোয়াড়রা উৎসাহ হারাচ্ছে। তারা বিভিন্ন প্রভাব খাটিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করে খেলাধুলার পরিবেশ নষ্ট করছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণ ও নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে ‘সোনালী অতীত ক্লাব’ গঠনের মাধ্যমে প্রাক্তন ফুটবলাররা মাঠে নেমেছেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ঠাকুরগাঁওয়ের ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করবে এবং জেলার ক্রীড়াঙ্গন আবারও গৌরব ফিরে পাবে।
প্রাক্তন ফুটবল খেলোয়াড়র ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মকিদুল ইসলাম ডালিম, আলী বখতিয়ার, আশুতোষ কুমার দে, দুলাল চন্দ্র দাস,কালু চন্দ্র দাস, আমিনুল ইসলাম, নারায়ন চন্দ্র দাস, নুরুজ্জামান খান, মাসুদ বিপ্লব, মনিরুল হুদা প্রমূখ।



