সরকারি দপ্তরে ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি: নুরুল হক
অনলাইন ডেস্ক: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ‘জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশ থেকে ঘুষ-দুর্নীতি চিরতরে বিদায় নেবে এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি, বিশেষ করে সরকারি অফিসগুলোতে ঘুষ-দুর্নীতি এখনও বন্ধ হয়নি। এসব বন্ধ করতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আমরা বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছি।’
বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত। শিক্ষকেরা দেশের প্রথম শ্রেণির নাগরিক এবং আমাদের গুরু। চলমান ন্যায্য শিক্ষক আন্দোলনকে আমরা সম্পূর্ণরূপে সমর্থন করি। আমি মনে করি, তাঁদের দাবিগুলো নিয়ে সরকারের গুরুত্ব সহকারে ভাবা উচিত।’
ডাকসুর সাবেক এই ভিপি আরও উল্লেখ করেন, ‘নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর (প্রportional Representation) পদ্ধতি চেয়েছিলাম। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনে যে দল যত শতাংশ ভোট পাবে, সেই দলের তত শতাংশ সংসদ সদস্য থাকবে। এর ফলে কোনো একক দলের আধিপত্য বা স্বেচ্ছাচারিতা থাকবে না। এখন আর আগের মতো দিনের ভোট রাতে হবে না, কিংবা “মেম্বারেরটা মেরে দেন, আমরা চেয়ারম্যানেরটা মেরে নিচ্ছি”—এমন দিন আর নেই।’



