Uncategorizedইসলাম ধর্ম

প্রতিদিনের গুরুত্বপূর্ণ দোয়া: জান্নাত লাভের সহজ পথ

ইসলামিক বিচিত্রা ডেস্ক: মুসলিম উম্মাহর জন্য জান্নাত লাভের একটি সহজ ও বরকতময় পথ বাতলে দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় একটি বিশেষ দোয়া পাঠ করবে এবং ওই সময়ের মধ্যে ইন্তেকাল করবে, সে জান্নাতবাসী হবে ইনশাআল্লাহ। এই ফজিলতপূর্ণ দোয়াটি মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাসুলুল্লাহ (সা.) বর্ণিত এই দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের দুর্বলতা ও গুনাহের স্বীকারোক্তি করে এবং তাঁর অসীম রহমত ও ক্ষমার প্রত্যাশা করে। এটি মূলত তাওবা ও আল্লাহর প্রতি আনুগত্যের এক চমৎকার দৃষ্টান্ত।

দোয়াটি হলো:

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্বতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত্বা’তু। আ’উজুবিকা মিন শাররি মা সানা’তু। আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।

অর্থ: “হে আল্লাহ! তুমিই আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমারই বান্দা। আমি আমার সাধ্যমতো তোমার প্রতিজ্ঞা ও অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত আছি। আমি আমার কৃতকর্মের যাবতীয় অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। তুমি আমাকে যে অনুগ্রহ দান করেছ, আমি তা স্বীকার করছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ তুমি ব্যতীত আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।”

(সহীহ বুখারী, হাদিস নং: ৬৩০৬)

এই দোয়াটি মুসলিমদের জন্য একটি আত্মিক পরিশুদ্ধির মাধ্যম। এটি পাঠের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার অগাধ বিশ্বাস, কৃতজ্ঞতা এবং ক্ষমা প্রার্থনার মানসিকতা তৈরি হয়। প্রত্যেক মুসলিমের উচিত এই দোয়াটি মুখস্থ করে সকাল-সন্ধ্যায় পাঠ করার অভ্যাস গড়ে তোলা, যা পরকালীন মুক্তির জন্য এক মহৎ সোপান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button