অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভদেশপ্রশাসনবাংলাদেশ

ফারইস্ট লাইফের জমি দুর্নীতির মামলায় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার, ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জমি কেনায় অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এই গ্রেফতার অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর নজরুল ইসলামকে সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে হাজির করা হলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্পদ ক্রয়ের আড়ালে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় যে, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং এম এ খালেকের নেতৃত্বে প্রায় ৪৫ কোটি টাকা দুর্নীতি ও আত্মসাৎ করা হয়েছে

এই ঘটনায় দুদকের স্বপ্রণোদিত তদন্তের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, তার স্ত্রী ও মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক তাসলিমা ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্লাহ, এম এ খালেক ও তার স্ত্রী সাবিহা খালেক, তাদের মেয়ে সারওয়াৎ খালেদ সিমিন, কোম্পানির সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আজহার খান এবং ওই প্রতিষ্ঠানের পরিচালক মো. সোহেল খান।

দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এই গ্রেফতারের মধ্য দিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের ঘটনা নতুন মোড় নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button