
মোস্তফা কামাল মজুমদার: দেশব্যাপী চলমান জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে সাভার উপজেলাধীন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ডের কুরগাঁও চারিগ্রামে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৫ অক্টোবর-২০২৫, সকালে মাতাব্বর মজিবর রহমান মডেল স্কুলে এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের প্রায় ১৫০০ (পনেরো শত) স্কুলগামী ছাত্র-ছাত্রীকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) প্রদান করা হয়।
টাইফয়েড জ্বর প্রতিরোধে বাংলাদেশ সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য গত ১২ অক্টোবর, ২০২৫ থেকে দেশজুড়ে এই টিকাদান কর্মসূচি শুরু করেছে। এর লক্ষ্য হলো প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ টিকার আওতায় আনা।
আশুলিয়া থানা সভাপতি মোঃ রকিব দেওয়ান (রকি)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক রাশেদ চৌধুরী রুবেল এবং পাথালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতাব্বর মজিবর রহমান মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ ফয়সাল আহমেদ ও এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সম্পাদক দৈনিক সাভার বার্তা, মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ ওমর ফারুক ও মোঃ শওকত হোসেনের নেতৃত্বে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। সহ-স্বাস্থ্য পরিদর্শক লিনিয়া আফরোজ ও স্বাস্থ্য সহকারী তানিয়া আক্তার এবং গণস্বাস্থ্য স্বাস্থ্যকর্মী ফাল্গুনী, তামান্না, পান্না, ও সাবিনা এই টিকা প্রদান করেন।
সাভার মডেল কলেজের রোভার স্কাউট শিক্ষার্থী লামিয়া আফিয়া জেবা, নূরজাহান, ও জান্নাতুল ইসলাম সামিয়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের টিকা রেজিস্ট্রেশন এবং আগত অভিভাবকদের নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে অবহিত করার কাজে সহযোগিতা করেন।
সরকার এই গুরুত্বপূর্ণ কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড জ্বর নামক সংক্রামক রোগ থেকে রক্ষা করে একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭-সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, আগামী সোমবার, ২৭ অক্টোবর-২০২৫, সকাল থেকে চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হবে।



