জলঢাকার সাব রেজিষ্টারের ঘু’ষ দু’র্নী’তির বি’রুদ্ধে সংবাদ সম্মেলন
অপরাধ বিচিত্রা ডেস্ক: নীলফামারীর জলঢাকা উপজেলা সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা এবং তার অফিসের কর্মচারীদের বিরুদ্ধে সীমাহীন ঘুষ, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট তৈরির অভিযোগ তুলে তাদের বিচার দাবি করেছে সচেতন নাগরিক সমাজ। সোমবার (তারিখ উল্লেখ নেই, তবে এটি সংবাদ সম্মেলনের দিন) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আনোয়ার হোসেন লিখিত বক্তব্যের মাধ্যমে এই গুরুতর অভিযোগগুলো উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন দাবি করেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা কোনো এক ‘অদৃশ্য খুঁটির জোরে’ জলঢাকায় লাগামহীন দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। তার অফিসের স্টাফদের সহযোগিতায় প্রতিটি দলিল নিবন্ধনের ক্ষেত্রে নানা খাত দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়া হয়। টাকা ছাড়া তিনি কোনো প্রকার সেবাই দেন না বলে অভিযোগ করেন তিনি।
আহ্বায়ক আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আমি জলঢাকা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে লুৎফর রহমান মোল্লাকে অবিলম্বে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে তার সকল অপকর্মের বিচার এবং অবৈধ সম্পদের হিসাব নেওয়ারও জোর দাবি জানাই।”
তিনি আরও জানান, গত ২৫ আগস্ট লুৎফর রহমান মোল্লার দুর্নীতির বিরুদ্ধে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল। আজ আবারও সাংবাদিকদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার ঘুষ, দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।



