পরিবেশবাংলাদেশসম্পাদকীয়

বর্জ্য থেকে হবে গ্রীন ডিজেল ও এভিয়েশন ফুয়েল উৎপাদন করবে চসিক:মেয়র ডা. শাহাদাত

অপরাধ বিচিত্রা ডেস্ক: চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সাথে বর্জ্য থেকে গ্রীন ডিজেল ও এভিয়েশন ফুয়েল উৎপাদনের লক্ষ্যে বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন আমেরিকা ভিত্তিক কোম্পানি ব্রিনগিয়া এনার্জি গ্লোবাল এলএলসি (বিইজি) এবং কানাডা ভিত্তিক কোম্পানী ডিরাপটেড হাইড্রোজেন টেকনোলোজি (ডিএইচটি)৷

চসিকের ৩০০০ টন বর্জ্য থেকে
বছরে ৪৫ মিলিয়ন গ্যালন গ্রীন ডিজেল ও গ্রীন এভিয়েশন ফুয়েল উৎপাদন করবে বিইজি ও ডিএইচটি। চসিকের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিইজি ও ডি.এইচটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠান সমূহের প্রেসিডেন্ট জিয়াউর আর চৌধুরী।

এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই ও লাভজনক করতে এই প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে বর্জ্য হবে সম্পদে রূপান্তরিত—এবং দেশের জ্বালানি খাতে যুক্ত হবে এক নতুন দিগন্ত।”

জিয়াউর আর চৌধুরী বলেন, “এ ধরনের প্রকল্প এশিয়ায় এটাই প্রথম। আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খুব দ্রুতই এর কাজ শুরু করব। চট্টগ্রাম হতে পারে দক্ষিণ এশিয়ায় গ্রীন এনার্জির মডেল সিটি।”

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, বিইজি ও ডিএইচটির কান্ট্রি কোঅর্ডিনেটর এডভোকেট এডভোকেট আরিফ মঈন উদ্দীন রেজা, চসিক নির্বাহী প্রকৌশলী জনাব আশিকুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button