খেলাধুলাদেশবাংলাদেশসাক্ষাৎকার

১২ দলের অংশগ্রহণে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ

ঢাকায় বসছে নারী বেসবলের বড় আসর; প্রথমবারের মতো জাতীয় দল গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ)-এর আয়োজনে ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’। তিন দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতাটি শেষ হবে ১ নভেম্বর। রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বসছে এই আসর।

নারী বেসবলের ইতিহাসে এই চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সার্ভিসেস বিভাগ থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। এটি নারী বেসবলের প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অংশগ্রহণকারী দলগুলোর তালিকা নিম্নরূপ:

০১বাংলাদেশ আনসার ও ভিডিপি০৭জয়পুরহাট জেলা
০২বাংলাদেশ পুলিশ০৮জয়পুরহাট বেসবল সফটবল ক্লাব
০৩ঢাকা জেলা০৯নারায়ণগঞ্জ জেলা
০৪চট্টগ্রাম বেসবল ক্লাব১০সিলেট জেলা
০৫স্যান্ড এঞ্জেলস বেসবল ক্লাব১১চাঁদপুর জেলা
০৬সাভার কমিউনিটি ক্লাব১২কুষ্টিয়া জেলা

বিবিএসএ সূত্র জানিয়েছে, গত ২৭ অক্টোবর ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যানেজার্স মিটিং-এ টুর্নামেন্টের ফিকচার ড্র ও ম্যাচ পরিচালনার পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। চ্যাম্পিয়নশিপের খেলাগুলো অনুষ্ঠিত হবে সিঙ্গেল এলিমিনেশন নক-আউট পদ্ধতিতে।

নিয়ম অনুযায়ী, বিগত ৫ম জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সিডেড দল হিসেবে সরাসরি ‘বাই’ (Bye) পেয়েছে। লটারির মাধ্যমে আরও তৃতীয় ও চতুর্থ দলকে ‘বাই’ প্রদান করা হয়। টুর্নামেন্টের ম্যাচসমূহ প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল পর্বে বিভক্ত থাকবে।

চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৩০ অক্টোবর ২০২৫, সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) জনাব কাজী মোঃ ফজলুল করিম। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ আফজালুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী পর্ব সম্পন্ন হবে।

এছাড়াও সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ১ নভেম্বর ২০২৫, বিকাল ৩:০০টায়। উভয় অনুষ্ঠানেই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

বিবিএসএ এই আয়োজনে অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা (ঢাকার বাইরের দলের জন্য বিশেষ আবাসন), বেসবল ইউনিফর্ম (জার্সি ও প্যান্ট) প্রদানসহ একাধিক আকর্ষণীয় নগদ পুরস্কারের ঘোষণা দিয়েছে।

সেরা খেলোয়াড়দের জন্য ঘোষিত পুরস্কারসমূহ:

  • টুর্নামেন্ট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP): ১০,০০০/- টাকা
  • বেস্ট পিচার: ২,০০০/- টাকা
  • বেস্ট ব্যাটার: ২,০০০/- টাকা
  • রাইজিং স্টার: ২,০০০/- টাকা
  • প্লেয়ার অব দ্য ফাইনাল: ৫,০০০/- টাকা
  • প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়: ১,০০০/- টাকা

এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে মেডেল, ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে। টুর্নামেন্ট চলাকালীন সময়ে সর্বক্ষণিক মেডিকেল ও লজিস্টিক সাপোর্ট ব্যবস্থা নিশ্চিত করেছে বিবিএসএ।

চ্যাম্পিয়নশিপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রীড়া পরিচালক জনাবা মির্জা সিফাত ই খোদা। কমিটির সচিব হিসেবে আছেন বিবিএসএ-এর যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ।

বিবিএসএ আশা করছে, এই প্রতিযোগিতার মাধ্যমে নারী বেসবলের বিকাশ, অংশগ্রহণ বৃদ্ধি ও প্রতিভাবান খেলোয়াড়দের মানোন্নয়ন ঘটবে। এই আয়োজন নারী খেলোয়াড়দের বেসবলে সম্পৃক্ততা বাড়াবে এবং প্রথমবারের মতো জাতীয় নারী বেসবল দল গঠনে সহায়ক হবে, যা সারাদেশে খেলাটিকে জনপ্রিয় করে তুলতে নতুন প্রেরণা যোগাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button