‘ব্যাচেলর ড্রপ’ সিজন-১: এস কে বয়েজের ব্যানারে আসছে ২০ পর্বের ধারাবাহিক নাটিকা

নিজস্ব প্রতিবেদক: এস কে বয়েজের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ২০ পর্বের ধারাবাহিক নাটিকা ‘BACHELOR DROP’ (সিজন–১)। নাটিকাটি পরিচালনা করছেন এ এম আমিন উল্লাহ ফরহাদ, যেখানে অভিনয় করছেন মোঃ সুমন চৌধুরীসহ একঝাঁক নবীন শিল্পী। আগামী নভেম্বর মাস থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।গতকাল চট্টগ্রামের কাজির দেওরির একটি রেস্টুরেন্টে কেক কেটে অনুষ্ঠিত হয় ‘ব্যাচেলর ড্রপ’-এর মহরত।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস কে বয়েজের উপদেষ্টা ও গ্রীন লিফ ম্যাগাজিন সম্পাদক তসলিম হাসান হৃদয়, এডভোকেট বরকত উল্লাহ খান, নাটিকাটির পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা।নাটকটির পরিচালক এ এম আমিন উল্লাহ ফরহাদ বলেন, “আমরা কোনো ব্যতিক্রমী বা অসাধারণ কাজের দাবি করছি না। তবে আমরা এমন কিছু নির্মাণ করতে চাই, যা দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হবে।”মহরতে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা তসলিম হাসান হৃদয় বলেন “‘ব্যাচেলর ড্রপ’-এর গল্প ও নির্মাণ কেমন হবে তা সময়ই বলবে। তবে তাদের চিন্তা, চেতনা ও কাজের আগ্রহ দেখেই বুঝতে পারছি, তারা তাদের সেরাটাই দিতে চায়।”অন্যদিকে এডভোকেট বরকত উল্লাহ খান বলেন, আমি আশা করি ‘ব্যাচেলর ড্রপ’ টিম দর্শকদের জন্য ভালো কিছু উপহার দেবে।”নাটকটির গল্প আবর্তিত হয়েছে আমাদের সমাজের বিভিন্ন স্তরের ব্যাচেলরদের হাসি-কান্না, ভালোবাসা, সম্পর্ক ও বাস্তব জীবনের বিচিত্র অভিজ্ঞতাকে ঘিরে।‘ব্যাচেলর ড্রপ’ দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজের তরুণ প্রজন্মের বাস্তবচিত্রও ফুটিয়ে তুলবে বলে আশা করেছেন নির্মাতা ও কলাকুশলীরা।



