কেআইবি’র নিরপেক্ষ প্রশাসক নিয়োগ ও বিচার দাবি
বর্তমান প্রশাসক আবদুর রব খানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে এ্যাব
অপরাধ বিচিত্রা ডেস্ক: কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-তে অবিলম্বে একজন নিরপেক্ষ ও জ্যেষ্ঠ কৃষিবিদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। একইসঙ্গে, বর্তমান প্রশাসক আবদুর রব খানের নিয়োগ বাতিল এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবিও করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ্যাব নেতারা এই দাবিগুলো উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে এ্যাব নেতারা বলেন, কেআইবিতে সংঘটিত আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্নীতির তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা জরুরি। এছাড়া, দ্রুত সময়ের মধ্যে কেআইবি-এর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা এবং কৃষিবিদদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবিও জানান তারা।
সংগঠনের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার অভিযোগ করেন, সমাজসেবা অধিদপ্তর আবদুর রব খানকে মাত্র ৯০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু তিনি তা না করে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
ড. কায়সার আরও বলেন, আবদুর রব খানের মেয়াদ দুই দফায় বাড়িয়ে গত ১৭ অক্টোবর পর্যন্ত করা হলেও তিনি নির্বাচনের আয়োজন করেননি। বরং এই সময়ের মধ্যে কেআইবি’র তহবিল থেকে কোটি টাকার উন্নয়ন, মেরামত এবং নিয়োগ বাণিজ্যে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।



