অপরাধএক্সক্লুসিভদুর্নীতিদেশবাংলাদেশরংপুরসম্পাদকীয়

পীরগাছার সাবেক ইউএনও’র বিরুদ্ধে নতুন তদন্তে জেলা প্রশাসন

আশ্রয়ণ প্রকল্পসহ একাধিক প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ, পিআইও’র বিরুদ্ধেও অনুসন্ধান

অপরাধ বিচিত্রা ডেস্ক: রংপুরের পীরগাছা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমনের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প, টিআর (টেস্ট রিলিফ), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও বিভিন্ন উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন নতুন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ জানান, জেলা প্রশাসকের নির্দেশক্রমে মঙ্গলবার থেকে সাবেক ইউএনও নাজমুল হক সুমন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে, গত ২৮ জুন ‘কালের কণ্ঠ’ পত্রিকায় ‘আশ্রয়ণ প্রকল্পে হরিলুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ একাধিক সরকারি দপ্তর বিষয়টি নিয়ে তৎপর হয়। ওই সংবাদ প্রকাশের ফলশ্রুতিতে গত ১০ জুলাই দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত দল শল্লারবিল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালায়। সেই প্রাথমিক তদন্তে দুর্নীতির সত্যতা পাওয়া গিয়েছিল। তবে দুঃখজনকভাবে, বিগত সাড়ে তিন মাসেও দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে অধিকতর তদন্ত চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button