অপরাধআইন ও বিচারদুর্নীতিদেশপ্রশাসনবাংলাদেশ

বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে চার্জশিট

ওজোপাডিকোর সাবেক এমডিসহ ৩ আসামি

অপরাধ বিচিত্রা ডেস্ক: ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রিপেইড মিটার তৈরি, বাজারজাতকরণ এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট খাতে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ ও অতিরিক্ত ৩০ কোটি ৭৮ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

এই মামলায় যাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে, তারা হলেন:

১. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন
২. বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানির (বিএসইসিও) সাবেক পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব
৩. বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মি. ইয়ে ওয়েনজুন

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ মে খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে মামলাটি দায়ের করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে ওই মামলায় বিভিন্ন খাতের মোট ৩৬ কোটি ৩৭ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। তবে জানা গেছে, তদন্ত চলাকালীন সময়ে দুদকের তাৎক্ষণিক হস্তক্ষেপে আত্মসাতের চেষ্টার একটি বড় অংশ ঠেকানো সম্ভব হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button