বিসিবির তদন্ত কমিটি ৯০০ পৃষ্ঠার রিপোর্টে ‘উদ্বেগজনক’ তথ্য পেয়েছে
অপরাধ বিচিত্রা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ইচ্ছাকৃত নো-বল, বড় ওয়াইড এবং ধীর ব্যাটিংয়ের মাধ্যমে ম্যাচ হারার মতো সন্দেহজনক অভিযোগের ভিত্তিতে বিসিবি কর্তৃক গঠিত স্বাধীন তদন্ত কমিটি অবশেষে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ৯০০ পৃষ্ঠার এই রিপোর্টে এমন কিছু ‘উদ্বেগজনক’ দুর্নীতির ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করেছে যে, স্বাধীন তদন্ত কমিটি বোর্ডের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে। এই প্রতিবেদনে বিপিএল পরিচালনায় বেশ কিছু ঘাটতি বা দুর্বলতার কথাও বলা হয়েছে। ভবিষ্যতে যেন সুষ্ঠু ও সফলভাবে বিপিএল আয়োজন করা যায়, সেই লক্ষ্যে কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছে।
তদন্ত কমিটি দুর্নীতির তথ্য তুলে ধরার পাশাপাশি বিপিএল পরিচালনায় উন্নতির জন্য বেশ কিছু আইনি ও প্রাতিষ্ঠানিক প্রস্তাবনাও পেশ করেছে। এর মধ্যে রয়েছে:
১. বিসিবির প্রাতিষ্ঠানিক কাঠামোর পুনর্গঠন।
২. ফ্র্যাঞ্চাইজিগুলোর নীতিগত সম্পত্তির শর্তাবলী পুনর্গঠন।
৩. খেলোয়াড়দের সুরক্ষা বৃদ্ধি করা।
৪. ঝুঁকি পর্যবেক্ষণ প্রক্রিয়াকে আরও উন্নত করা।
৫. গণযোগাযোগের কাঠামো বাড়ানো।
বিসিবি জানিয়েছে, যেহেতু তদন্ত একটি চলমান প্রক্রিয়া, তাই তদন্তের স্বচ্ছতা ও সততা বজায় রাখতে বোর্ড আপাতত সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা প্রতিবেদনের বিবরণী প্রকাশ করবে না এবং কোনো মন্তব্যও করবে না।
বোর্ড আরও জানিয়েছে, তারা এখন কমিটির সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। একইসঙ্গে, যেখানে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করা হবে, সেখানে আইসিসির দুর্নীতি দমন বিধির নিয়ম মেনে আরও তদন্ত পরিচালনা করা হবে।



