লক্ষ্মীপুর চররমনী মোহন: ‘সরকার’ পরিবারের ক্ষমতার অপব্যবহার ও ভূমিদস্যুতার অভিযোগ

স্টার্ফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে ‘সরকার’ পদবিধারী একটি পরিবারের বিরুদ্ধে গুরুতর নৈরাজ্য, ভূমিদস্যুতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, যা সাধারণ মানুষকে দিশাহারা করে তুলেছে। এই পরিবারটির সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় প্রভাব বিস্তার করে গ্রামে সাধারণ মানুষের ওপর জুলুম, অত্যাচার, লুটপাট ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।
জানা গেছে, প্রয়াত আলী হোসেন সরকারের পরিবার বিএনপির সঙ্গে এবং তার ভাই ইমাম হোসেন সরকারের পরিবার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই দুই পরিবার আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী নয়। বরং তারা রাজনৈতিক পদ-পদবিকে ব্যবহার করে ভূমি দখল, সালিশি বাণিজ্য, সন্ত্রাসী কার্যকলাপ, ডাকাতি, চাঁদাবাজি, গরু-মহিষ চুরি এবং খাস ও মালিকানাধীন ভূমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, দল পরিবর্তন হলে একে অপরের সুরক্ষাকবচ হিসেবে কাজ করার জন্যই তারা উভয় দলের ব্যানার ব্যবহার করে।
সম্প্রতি আলী হোসেন সরকারের ছেলে মনির সরকার ইউনিয়ন বিএনপির সভাপতি পদের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এবার তার ভাই মোহসিন সরকার ইউনিয়ন যুবদলের সভাপতি পদের প্রার্থী হয়েছেন। তবে জনমত জরিপে ধারণা করা হচ্ছে, এবারও তারা সফল হবেন না, কারণ জনগণ তাদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে প্রত্যাখ্যান করছে। অভিযোগ রয়েছে, মনির সরকারের বাবা আলী হোসেন সরকার যখন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, তখনও তিনি ভূমি দখল, সালিশি বাণিজ্য, সন্ত্রাসী কার্যকলাপ, ডাকাতি ও চাঁদাবাজির মতো কাজে জড়িত ছিলেন এবং জনগণের জন্য কোনো ইতিবাচক অবদান রাখতে পারেননি।
ইমাম হোসেন সরকারের ছেলে কামরুল সরকার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ২নং ওয়ার্ডের মেম্বার থাকাকালীন সময়েও তাদের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। গত ১৭ বছরের আওয়ামী লীগ শাসন আমলে অস্ত্রের ভয় ও প্রভাব খাটিয়ে চরমেঘায় প্রায় ১,২০০ একর মালিকানাধীন ও খাস জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় জরিপ ও অ্যাসিলেন্ট অফিসে মোটা অঙ্কের ঘুষ দিয়ে খাস ও মালিকানার জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে প্রকৃত মালিকদের উচ্ছেদ করাই ছিল তাদের রাজনীতির মূল লক্ষ্য। বিগত বিএনপি সরকার আমলেও আলী হোসেন সরকার ও তার ছেলেরা চরমেঘায় প্রায় ১,৫০০ একর খাস ও মালিকানা জমি জবরদখল করে নিয়েছিল একই কায়দায়। আওয়ামী লীগ শাসনামলে কামরুল সরকার এই অবৈধ দখলকৃত জমিগুলো সুরক্ষায় ভূমিকা রেখেছেন।
এবার সরকার পরিবর্তনের পর মোহসিন ও মনির হোসেন সরকার এই অবৈধভাবে দখলকৃত জমিগুলো রক্ষার জন্য তৎপর হয়েছেন। স্থানীয়দের মতে, অবৈধ উপায়ে ভূমি দখল ও নিজেদের কর্মকাণ্ডের নিরাপত্তার জন্যই তারা দলীয় পদ খুঁজছে, যার কারণে স্থানীয়রা তাদেরকে ‘মুদ্রার এপিঠ ওপিঠ’ বলে আখ্যায়িত করছে। সম্প্রতি মোহসিন ও মনির সরকার প্রায় ২০০ সন্ত্রাসী বাহিনী নিয়ে চরমেঘায় ভোলা-লক্ষ্মীপুর সীমান্তে প্রায় একশত একর খাস জমি দখল করে প্রতি একর ২৮ হাজার টাকা হারে মোট ২৮ লাখ টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই টাকা দিয়েই তারা ইউনিয়ন যুবদলের সভাপতির পদ পাওয়ার চেষ্টা করছেন।
এছাড়াও, গত অর্থবছরে স্থানীয় ইউপি সদস্য সাজু মেম্বারের গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ব্যবহার করে মোহসিন সরকার নদীর পাড়ে দুর্গম চরে আলী হোসেন সরকার মাছ ঘাটে যাতায়াতের জন্য একটি বিশাল উঁচু রাস্তা নির্মাণ করেছেন। অথচ এই বরাদ্দ দিয়ে ইউনিয়নের অবহেলিত পাঁচটি রাস্তা নির্মাণ করা যেত। গুঞ্জন শোনা যাচ্ছে যে, দুর্গম চরের ওই রাস্তাটি এবার ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের পাঁয়তারা চলছে।



