অব্যাবস্থাপনাপরিবেশপ্রশাসনবরিশালবাংলাদেশ

গৌরনদী-আগৈলঝাড়া সড়কে অবৈধ দখল: দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোঃ ইয়াদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি: গৌরনদী থেকে আগৈলঝাড়া সড়কের দুই পাশে বেপরোয়া ইট, বালু ও গাছের ব্যবসা চলছে, ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের মোল্লা বাড়ি স্ট্যান্ড থেকে বারেকের দোকান পর্যন্ত রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে চলছে এই ব্যবসা। এতে সড়কের বেশিরভাগ অংশ দখল হয়ে যাওয়ায় ছোট যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গতকাল সন্ধ্যায় রমজান নামের এক পথচারী জানান, আগৈলঝাড়া থেকে গৌরনদী ফেরার পথে দুই দিক থেকে দুটি গাড়ি আসে। আমি তখন অটোতে ছিলাম, অটোটি রাস্তার পাশে রাখা ইটের সাথে ধাক্কা খায়। আল্লাহর রহমতে বেঁচে যাই।

স্থানীয়রা জানান, ইট-বালু ও গাছ ব্যবসায়ীরা রাস্তার দুই পাশে ইট, বালু ও গাছের স্তূপ ফেলে রাখায় সড়কের অবশিষ্ট অংশ সংকীর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিদিনই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত গৌরনদী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে দ্রুত এসব অবৈধভাবে রাখা ইট, বালু ও গাছ সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ব্যবসায়ী মোঃ সুজন বলেন, কোথায় রাখবো? জায়গা নেই। এরপর তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়দের দাবি সড়কটি যেহেতু উপজেলার গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ, তাই দ্রুত প্রশাসনের উদ্যোগে রাস্তার দুই পাশে থাকা এসব ইট-বালুর স্তূপ অপসারণ করে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button