ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণে দুর্নীতি: প্রকল্প পরিচালক-ঠিকাদারসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট

অপরাধ বিচিত্রা ডেস্ক: সাভারের ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণ প্রকল্পে প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক, ঠিকাদার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাসহ মোট ১০ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগে চলতি বছরের ২১ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে এই ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন:
১. ঠিকাদার ও রাকাব ট্রেড কর্পোরেশনের মালিক (প্রোপ্রাইটার) মো. হাবিবুর রহমান
২. তার স্ত্রী মিসেস নাসিমা আক্তার
৩. প্রকল্পের তৎকালীন পরিচালক ও সাবেক ডেপুটি চিফ এএনএম রোকনুদ্দিন
৪. প্রাক্তন প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ
৫. আইএসিআইবি’র প্রাক্তন নির্বাহী পরিচালক আনোয়ারুল হক
৬. সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. সাব্বির ইমাম
৭. সারা ট্রেড কর্পোরেশন ও উপকূল ট্রেডার্সের মালিক হেলালউদ্দিন
৮. জীবন আফরোজ এন্টারপ্রাইজের মালিক কাজী বোরহান সাদেক মামুন
৯. আইএসিআইবি’র সাবেক ম্যানেজার (অর্থ ও হিসাব) এবং দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব খাজা আবদুল্লাহ আল ফুয়াদ
১০. মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের মালিক মো. জহিরুল হায়দার
দুদকের তদন্তে ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণ সংক্রান্ত কার্যক্রমে ব্যাপক আর্থিক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



