
অপরাধ বিচিত্রা ডেস্ক: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের টঙ্গীস্থ মৈত্রী শিল্প ইউনিটে দুর্নীতি, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ এবং অরাজকতার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৮ অক্টোবর ট্রাস্টি বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) কাজী মাহবুব উর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষর করেছেন। অন্যদিকে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বরখাস্তের প্রজ্ঞাপনে নির্বাহী পরিচালক নিজেই স্বাক্ষর করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং নির্বাহী পরিচালকের স্বাক্ষরে জারি করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মৈত্রী শিল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।



