সিরাজদিখানের পলাশপুরে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা

সিরাজদিখান,মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুন্দুলিয়া ভাসানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১ নভেম্বর, বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় এলাকার কয়েকশত গ্রামবাসী অংশ নেন।
বাসাইল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ। প্রধান বক্তা ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বক্কর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশপুর গ্রামের বাসিন্দা মো. আলীর ছেলে ও মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা পুলিশের পলাশপুর ক্যাম্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য দিলবার হোসেন, বাসাইল ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিন্নাত আলী, বাসাইল ইউনিয়ন যুবদল নেতা জমির আলী, স্থানীয় সমাজ সেবক আলতাব হোসেন, আক্তার হোসেন, মো. রুবেল, সিরাজুল ইসলাম শিমুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদকের বিষয়ে জিরো টলারেন্স মানে সত্যি জিরো টলারেন্স হবে। এই গ্রামের কোনো বাসিন্দা মাদক ব্যবসা বা সেবন করলে আপনারা পুলিশকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।” তিনি এলাকাবাসীকে মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টিরও পরামর্শ দেন।
মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান তার বক্তব্যে এলাকার মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এসব থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।



