অব্যাবস্থাপনাবাংলাদেশসিলেট

সিলেটে খাস জমি দখল ও বস্তিবাসী উচ্ছেদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের শাহপরান থানাধীন বি আই ডি সি এলাকার চাঁদপুরি বস্তি ও পার্শ্ববর্তী খেলার মাঠ ঘিরে গড়ে উঠেছে দখল ও চাঁদাবাজির চক্র। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি ও চা বাগানের জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে অবৈধ বাণিজ্যিক স্থাপনা।

অভিযোগ রয়েছে, স্থানীয় লিটন মিয়া—যিনি শাহপরান ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন আনুর শালা—তার ছেলে বাবলু ও কয়েকজন সহযোগী বিএনপির নাম ব্যবহার করে এলাকাজুড়ে জবরদখল, চাঁদাবাজি ও লুটপাট চালিয়ে যাচ্ছে।

এ চক্রটি চাঁদপুরি বস্তি এলাকার ভেতরে বসবাসরত উপজাতি কুলি পরিবারদের উচ্ছেদ করে তাদের জায়গা বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আনছার ক্যাম্প বাংলার ভেতরে রাতের আঁধারে তারা গোপন বৈঠক করে সন্ত্রাসী বাহিনী পরিচালনা করছে।

এলাকাবাসী আরও জানিয়েছেন, কুদ্দুস নামে এক ব্যক্তি—যিনি আগে এলাকা থেকে বিতাড়িত হয়েছিলেন—বর্তমানে হকার সমিতির পদ ব্যবহার করে পুনরায় ওই দখলচক্রে সক্রিয় হয়েছেন।

এ চক্রের সাথে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি যুক্ত থেকে বিভিন্ন সময় জুলুম-নির্যাতন, হামলা-মামলা এমনকি খুন-গুমের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

ভুক্তভোগীদের অভিযোগ, আনোয়ার হোসেন আনু মেম্বার, তার শালা লিটন মিয়া, প্রদীপ ও বাবলু নেতৃত্বাধীন সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী টিলা এলাকার ভেতরে চা বাগানের প্রায় ১ একর জমি দখল করে নিয়েছে। সেখানে বর্তমানে উপজাতি কুলি বস্তি এলাকার কয়েকটি পরিবার উচ্ছেদের মুখে পড়েছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও দখলবাজদের বিচারের দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button