কৃষিবার্তাদেশবিশ্লেষণ

গবাদিপশুর জন্য ৭টি গুরুত্বপূর্ণ টিকা: ব্যবহারবিধি ও মাত্রা প্রাণিসম্পদ অধিদপ্তরের গাইডলাইন

কৃষি ডেস্ক: সুস্থ ও লাভজনক গবাদিপশু পালনের জন্য সময়মতো সঠিক টিকা প্রয়োগ অপরিহার্য। প্রাণিসম্পদ অধিদপ্তর গবাদিপশুর বিভিন্ন মারাত্মক রোগ প্রতিরোধের জন্য যেসব ভ্যাকসিন প্রস্তুত ও সরবরাহ করে, সেগুলোর নাম, প্রয়োগের সময়সূচি ও সঠিক ব্যবহার নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

ক্রমরোগের নাম (ভ্যাকসিন)বয়স ও সময়সূচিপশুর ধরন ও মাত্রাপ্রয়োগ স্থান ও বিশেষ সতর্কতা
তড়কা (Anthrax Vaccine) (তরল, ১০০ মিলি বোতল)প্রথম টিকা: ৬ মাস বয়সে। এরপর ১ বছর অন্তর।গরু, মহিষ: ১ মিলি। ছাগল, ভেড়া: ০.৫ মিলি।ঘাড়ের/গলার চামড়ার নিচে। সতর্কতা: ৭ মাসের বেশি গর্ভবতী গরু/মহিষ এবং গর্ভধারণের ৩ মাস পরের ছাগল/ভেড়াকে দেওয়া যাবে না।
গলাফুলা (Haemorrahagic Septicemia Vaccine) (তরল, ১০০ মিলি বোতল)প্রথম টিকা: ৬ মাস বয়সে। এরপর প্রতি ৬ মাস অন্তর।গরু, মহিষ: ২ মিলি। ছাগল, ভেড়া: ১ মিলি।ঘাড়ের চামড়ার নিচে।
বাদলা (Black Quarter Vaccine) (তরল, ১০০ মিলি বোতল)প্রথম টিকা: ৬ মাস বয়সে। এরপর প্রতি ৬ মাস অন্তর।গরু, মহিষ: ৫ মিলি। ছাগল, ভেড়া: ২ মিলি।ঘাড়ের চামড়ার নিচে। বিশেষ দ্রষ্টব্য: ২.৫-৩ বছর পর গরু/মহিষকে আর এই টিকা দেওয়ার প্রয়োজন হয় না।
ক্ষুরা রোগ (Foot & Mouth Disease Vaccine) (তরল)প্রথম টিকা: ৪ মাস বয়সে। এরপর প্রতি ৪ মাস অন্তর।মনোভ্যালেন্ট: গরু/মহিষ ৩ মিলি; ছাগল/ভেড়া এর অর্ধেক। বাইভ্যালেন্ট: গরু/মহিষ ৬ মিলি; ছাগল/ভেড়া এর অর্ধেক। ট্রাইভ্যালেন্ট: গরু/মহিষ ৯ মিলি; ছাগল/ভেড়া এর অর্ধেক।ঘাড়ের চামড়ার নিচে। সুবিধা: গর্ভবতী পশুকেও এই টিকা দেওয়া যায়।
জলাতঙ্ক (Rabies Vaccine) (HEP ও LEP – হিমশুষ্ক)HEP (GBP Bwc): গরু/মহিষের ৬ মাস বয়সে প্রথম। LEP (GI Bwc): কুকুরের ৩ মাস বয়সে প্রথম, এরপর প্রতি বছর।HEP: ১.৫ মিলি (৩ মিলি বিশুদ্ধ পানিতে মিশিয়ে)। LEP: ৩.০ মিলি (৩ মিলি বিশুদ্ধ পানিতে মিশিয়ে)।মাংসপেশীতে ইনজেকশন। পোস্ট এক্সপোসার (কুকুরে কামড়ালে): এআরভি (Rabisin) টিকার মাত্রা: ১ম দিন ৪ মিলি (৪ স্থানে ১ মিলি করে), ৭ম দিনে ৩ মিলি (৩ স্থানে ১ মিলি করে), ২১তম দিনে ৩ মিলি (৩ স্থানে ১ মিলি করে) মাংসে দিতে হয়।
ছাগলের বসন্ত (Goat pox vaccine) (হিমায়িত)প্রথম টিকা: ৫ মাস বয়সে।ভায়ালের বিশুদ্ধ পানিতে গুলে ২ মিলি।ছাগলের লেজের গোড়াতে ত্বকের নিচে।
ছাগলের পিপিআর (PPR Vaccine) (হিমায়িত)প্রথম টিকা: ৩ মাস বয়সে। এরপর ১ বছর অন্তর।সরবরাহকৃত ১০০ মিলি ডাইলুয়েন্টের সাথে মিশিয়ে প্রতিটি ছাগলকে ১ মিলি।ঘাড়ের চামড়ার নিচে। সুবিধা: গর্ভবতী ছাগলকেও এই টিকা দেওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button